Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র


৬ সেপ্টেম্বর ২০২০ ১১:০৭

ঢাকা: দালালদের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ( ৫ সেপ্টেম্বর) বেলা বারোটার কিছু পরে আমেরিকার একটি বিশেষ বিমানে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নাম্বার লেখা ছিলো। ফেরত আসা বেশিরভাগই তরুণ।

বিজ্ঞাপন

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ প্রসঙ্গে জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হন তারা। এরপর  বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

১০১ বাংলাদেশি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর