আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
৫ সেপ্টেম্বর ২০২০ ২২:১০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১৬
ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে ৮ নম্বর সেক্টরের নেতৃত্ব দিয়েছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে ৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধার অত্যন্ত সাহসিকতার সঙ্গে শত্রুপক্ষকে মোকাবিলা করেছে এবং আমাদের চূড়ান্ত বিজয়কে তরান্বিত করেছে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকেবে। জাতির এই সূর্য সন্তানকে এ দেশের মানুষ কোনো দিন ভুলবে না। তার প্রতি সারাজীবন বিনম্র শ্রদ্ধায় অবনত থাকবে জাতি।’
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেক্টর কমান্ডর আবু ওসমান চৌধুরী মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।