ইউএনও’র ওপর হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে: জি এম কাদের
৫ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১৬
ঢাকা: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তুমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্টদের।’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সাথে সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘এমন জঘন্য হামলার ঘটনা যেন আর না ঘটে সে জন্য সচেতন থাকতে হবে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের। সভ্য সমাজে এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত মুসল্লিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দগ্ধ মুসল্লিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভায় মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, জাতীয় পার্টি এখন আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টি মাঠে থাকবে।’ এসময় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন জেলাগুলোতে সম্মেলন আয়োজনের নির্দেশ দেন দলের মহাসচিব।
সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সসাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এ.টি.ইউ. তাজ রহমান (সিলেট বিভাগ). ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), মো. রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)।
উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পার্টি জি এম কাদের তীব্র নিন্দা বিরোধী দলীয় উপনেতা