Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাবজির বাজার নিতে চায় ফৌ-জি


৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬

ভারতে ব্যাটল রয়্যাল ঘরানার গেম আনতে যাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান এনকোর গেমস। নাম দেওয়া হয়েছে – ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড – গার্ডস বা (ফৌ-জি)। খবর রয়টার্স।

এর আগে, চীনের টেনসেন্ট নির্মিত ব্যাটল রয়্যাল গেম ‘পাবজি মোবাইল’ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অক্টোবরের শেষ নাগাদ বাজারে চলে আসবে ভারতীয় ব্যাটল রয়্যাল গেম ফৌ:জি।

এ ব্যাপারে এনকোর গেমসের সহ-প্রতিষ্ঠাতা বিশাল গন্ডাল বলেছেন, কয়েক মাস ধরেই গেমটি নিয়ে কাজ চলছে। গেমের প্রথম ধাপটি গালওয়ান উপত্যকায় চীন-ভারত বিরোধের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, ওই ঘটনার পর থেকেই চীনকে নানা দিক থেকে চাপে ফেলার চেষ্টা করছে ভারত। তাতে, বাদ যায়নি তথ্য ও প্রযুক্তি খাতও। একদম প্রথম ধাপেই টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। পরবর্তীতে পাবজি, বাইদুসহ আরও ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটি।

অন্যদিকে, হিন্দি ভাষায় ফৌজি মানে সৈনিক। এনকোরের ফৌ-জি গেমটি ভারতীয় জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করবে।

গন্ডাল জানিয়েছেন, মৃত সৈনিকদের পরিবারের জন্য রাষ্ট্র সমর্থিত ট্রাস্ট্রে মোট আয়ের ২০ শতাংশ দেবে এনকোর গেমস।

তিনি আরও জানিয়েছেন, ব্যাটল রয়্যাল গেমটির টাইটেল নামটি এসেছে বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। গেমের ধারণা ও আবহ তৈরিতেও ভূমিকা রেখেছেন তিনি।

পাশাপাশি, গন্ডালের বরাতে রয়টার্স জানিয়েছে, বছরে ২০ কোটি গেমার আনতে পারবেন বলে প্রত্যাশা করছেন অক্ষয় কুমার।

অপরদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্ম-নির্ভর ভারত আহ্বানে সাড়া দিয়ে দেশীয় অনেক সেবা গড়ে উঠছে। জুনে টিকটক বন্ধ হওয়ার পর, একাধিক ভারতীয় বিকল্প প্রতিষ্ঠান সে বাজার নেওয়ার চেষ্টা করেছে। এমনকি টিকটকের বাজার নিতে নিজস্ব অ্যাপ বানিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজও।

বিজ্ঞাপন

অক্ষয় কুমার এনকোর গেমস পাবজি ফৌ:জি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর