Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে মানববন্ধন


৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৯

মুন্সীগঞ্জ: জেলার মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন জাল তৈরির কারখানার মালিক ও শ্রমিকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারীরা ইনচার্জের প্রত্যাহার চেয়ে মধ্যরাতে অবৈধভাবে বিভিন্ন শিল্প কারখানা, বসতবাড়িতে হয়রানি, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘নৌ পুলিশের ওসির সন্ত্রাসী বাহিনী আছে, যার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে সে। লোক দেখানো অভিযান চালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে কারখানা মালিকদের। অথচ কারেন্ট জাল তৈরির প্রকৃত মালিকদের কারখানা ঠিকই চলছে।’

এসময় তারা আরও বলেন, ‘২০ বস্তা জাল পেলে ৩ বস্তা পুড়িয়ে ফেলে, বাকি বস্তাগুলো ওসি তার বাহিনীর কাছে হস্তান্তর করে।’

‘তাহসিনা রোপ এন্ড আয়রন ওয়াসিং ইন্ড্রাস্ট্রিজ’ এর স্বত্তাধিকারী গোলাম কিবরিয়ার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই শতাধিক জাল তৈরির কারখানা শ্রমিক এতে অংশ নেন।

নৌ পুলিশ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানববন্ধন মালিক ও শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর