Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন-ভারত বিরোধে মধ্যস্থতা করতে চান ট্রাম্প


৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪২

সম্প্রতি চীন ও ভারতের মধ্যে দফায় দফায় যে সীমান্ত বিরোধ শুরু হয়েছে তা নিরসনে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, সেখানে পরিস্থিতি বেশ খারাপ। উভয় দেশই লোকচক্ষুর আড়ালে সেখানে অনেক বেশি শক্তি প্রদর্শন করছে।

এর আগে, লাদাখের গালওয়ান উপত্যকায় জুনের ১৫ তারিখ চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়।

ওই সংঘাতের পর উভয় দেশ লাইন অব কন্ট্রোল-এলএসি জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। লাদাখ সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেখানে যান ভারতের সেনাপ্রধান।

এদিকে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে অংশ নিতে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফ্যাং। ওই সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুই দেশের শীর্ষ নেতৃত্ব মুখোমুখি বৈঠক করেছেন বলে জানায় উভয় দেশের সংবাদমাধ্যম।

এ ব্যাপারে চীনের মদদপুষ্ট গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, বৈঠকে উই ফ্যাং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে বলেছেন, সীমান্তে বর্তমানে যে উত্তেজনা চলছে তার পুরো দায় দিল্লির।

অন্যদিকে রাজনাথ সিং এক টুইটার বার্তায় জানিয়েছেন, দুই ঘণ্টা ২০ মিনিট ধরে ওই বৈঠক চলেছে। এ বিষয়ে আর কিছু জানাননি তিনি।

তবে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, চীন বা ভারত কেউ এই বিরোধকে আরও বাড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে আগ্রহী নয়।

বিজ্ঞাপন

পাশাপাশি, এ বিরোধ নিরসনে ওয়াশিংটন উভয় দেশের সঙ্গে কথা বলছে বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, চীন ও ভারতের প্রতি সম্মান রেখেই যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছে।

এর আগেও, ট্রাম্প চীন-ভারত বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। জবাবে, চীন বারবার তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে – মধ্যস্থতার জন্য তাদের তৃতীয়পক্ষের কোনো প্রয়োজন নেই। ভারতও এ বিষয়ে চুপ থেকে কৌশলে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে।

গালওয়ান উপত্যকা চীন ডোনাল্ড ট্রাম্প ভারত যুক্তরাষ্ট্র সীমান্ত বিরোধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর