Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৮

ভৈরব: ভৈরবে আগানগরের নবিপুরে বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার (৫ আগস্ট) সকালে নবিপুর-কালিকাপুর সড়কে দীর্ঘদিনের বন্ধ রাস্তা জনগণের চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, চেয়ারম্যান থাকাকালে তিনি জনগণের চলাচলের কথা চিন্তা করে ২০১৪ সালে উপজেলা থেকে বরাদ্ধ এনে এ রাস্তাটি করে দিয়েছেন । কিন্ত গত ৩ মাস ধরে ইয়াকুব মিয়া জনগণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছ । এতে পাশ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিসহ এলাকার শত শত লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে ।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মুছা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন
জিল্লু, ফারুক মিয়া।

 

ভৈরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর