অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা পজিটিভ
৫ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৮
ঢাকা: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা পজিটিভ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সারাবাংলাকে বলেন, ‘সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভালো আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন।’ করোনা পজিটিভ কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, করোনা পজিটিভ।’
এর আগে আগে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো আছি। হাসপাতালে ভর্তি আছি।’