Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে মায়ের হাতে ৫ সন্তান খুন


৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৫২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৫

জার্মানির পশ্চিমাঞ্চলীয় সোলিগেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে। খবর রয়টার্স।

এদিকে, ওই পাঁচ শিশু যাদের বয়স যথাক্রমে এক, দুই, তিন, ছয় এবং আট; তাদের ২৭ বছর বয়সী মা ডুসেলডরফ ট্রেন স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে নিয়েছে।

সিটি পুলিশের মুখপাত্র স্টেফান ওয়েইন্ড জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন শিশু সন্তানদেরকে হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে।

তবে, ওই নারীর ১১ বছর বয়সী আরও এক সন্তান বেঁচে গেছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ব্যাপারে বার্লিনভিত্তিক বিল্ড পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত শিশুদের নানী পুলিশকে ফোন করে বলেছিলেন, তার মেয়ে নিজের পাঁচ সন্তানকে হত্যা করেছে। আরও এক শিশুসহ বাসার বাইরে বেরিয়ে গেছে।

পরে, পুলিশ সোলিগেনের ওই ভবনে পৌঁছে পাঁচ শিশুর লাশ উদ্ধার করে। ১১ বছরের আরেক শিশুপুত্রকেও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

জার্মানি পাঁচ শিশু হত্যা মা আটক