Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, ৩৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি


৪ সেপ্টেম্বর ২০২০ ২২:২৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৪০

ঢাকা: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পশ্চিমতল্লা বাইতুল ফালা জামে মসজিদের এসি বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, প্রায় ৩৭ জনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর যাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের চিকিৎসা চলছে। তাদের প্রায় সকলের অধিক বার্ন রয়েছে।

বিজ্ঞাপন

এসি বিস্ফোরণ টপ নিউজ নারায়ণগঞ্জ মসজিদ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর