৯২টি দৈনিক পত্রিকার অনলাইনকে নিবন্ধনের অনুমতি
৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৯
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইনকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যেসব দৈনিক পত্রিকাকে অনলাইন নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো-