Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৮ বছরেও মেলেনি অফিসিয়াল ইমেইল, ভোগান্তিতে রাবি শিক্ষার্থীরা


৪ সেপ্টেম্বর ২০২০ ১২:০২

ফাইল ছবি

রাবি: প্রতিষ্ঠার ৬৮ বছরেও শিক্ষার্থীদের জন্য ‘অফিসিয়াল ইমেইল’ আইডির সুযোগ উন্মুক্ত করতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং অন্যান্য সুবিধা পাওয়ার সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করে এ ইমেইল আইডি। কিন্তু রাবি’র সেই ইমেইল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, অফিসিয়াল ইমেইল ব্যবহার করে স্কলারশিপ ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আবেদন সহজ হয়। গবেষণায় সব ধরনের সুযোগ পাওয়া, রিসার্চ পেপার প্রকাশ তুলনামূলক সহজ হয়। সাথে সাথে যেকোনো গবেষণায় সহজে ফান্ডিংয়ের আবেদন করা যায়। অনেক দামি দামি সফটওয়্যার বিনামূল্যে বা নামমাত্র মূল্যে কেনাসহ আরও অনেক সুবিধা রয়েছে, যা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এজন্য দ্রুত অফিশিয়াল ইমেইল উন্মুক্ত করার দাবি জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবির অফিসিয়াল মেইল আছে, তবে তা শুধুমাত্র শিক্ষকরা ব্যবহার করে থাকেন। কিন্তু শিক্ষার্থীদের জন্য এটি এখনো উন্মুক্ত করা হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক গৌতম রায় বলেন, ‘একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়েরই উচিত তার শিক্ষার্থীদের ইমেইল আইডি প্রোভাইড করা। কারণ এটা তার পরিচয় বহন করে। এটা সে অফিসিয়াল যোগাযোগে ব্যবহার করে নানান সুবিধা পাবে। এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সেটা দেওয়া হয়নি।’

তিনি আর বলেন, ‘একজন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার একটা বড় প্রমাণ হচ্ছে তার একটা আইডি কার্ড থাকে। তেমনিভাবে যখন সে বাইরে যোগাযোগ করবে তখন সে যদি ইউনিভার্সিটির ইমেইল দিয়ে যোগাযোগ করে তাহলে সেটার ভিন্ন ধরনের একটা গুরুত্ব থাকে। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এটাকে আরও বেশি গুরুত্ব দেবে। এর বাইরে অনেক সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, অফারগুলো অফিসিয়াল মেইল ব্যবহার করা শিক্ষার্থীরা কম খরচে বা বিনা খরচে পেতে পারে।’

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইমেইলের ব্যবহারের বিকল্প নেই উল্লেখ করে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া তাবাসসুম বলেন, ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণ ইমেইলের চেয়ে ইনস্টিটিউশনাল ইমেইল বেশি গ্রহণযোগ্যতা পায়। শিক্ষার্থীরা এর যথাযথ ব্যবহার করে নিজের অবস্থানকে আরও জোরদার করতে পারে। তাছাড়া যেসব ক্ষেত্রে সাধারণ মানুষকে গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ, সেখানে এটা একজন শিক্ষার্থী একই ধরনের সেবা পেতে পারেন অনেক কম খরচে অথবা বিনা খরচে।’

দ্রুত অফিসিয়াল ইমেইল সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে ফিসারিজ বিভাগের শিক্ষার্থী এম এ আশিক রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বা ইন্সটিটিউশনাল ইমেইল আইডি একজন শিক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই জানেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিজিটাল বিশ্ববিদ্যালয় হয়েও আজ পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য অফিসিয়াল ইমেইল আইডি প্রোভাইড করতে পারেনি। যেখান প্রাইভেটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক আগেই শুরু করেছে।’

স্টাডি রিলেটেড অনেক ওয়েবসাইটে স্টুডেন্ট মেইল আইডির আলাদা সুবিধা রয়েছে উল্লেখ করে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রইসুল ইসলাম মাহমুদ বলেন, ‘স্টাডি রিলেটেড অনেক ওয়েবসাইটে স্টুডেন্ট মেইল আইডির আলাদা কদর আছে। যে সব সুযোগ থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছি। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসরদের মেইল পাঠাতে হয়। এসব মেইল পাঠানোর জন্য জিমেইল ব্যবহার করলে দেখা যায় তারা আমাদের মেইল খুলেই দেখেন না। তাছাড়া, কোরসেরা, এডেক্স, ইউডেমি এর মত অনলাইন শিক্ষা ওয়েবসাইটগুলোতে স্টুডেন্ট মেইল থাকলে নানাবিধ সুবিধা পাওয়া যায়। যেমন ডিসকাউন্ট, বিশেষ বিশেষ কোর্স। গিটহাব, রিসার্চ গেইট, একাডেমিয়া এর মত ওয়েবসাইট গুলোতে স্টুডেন্ট মেইল ছাড়া একাউন্ট খোলা যায় না। কিছু ক্ষেত্রে খোলা গেলেও বিভিন্ন সুযোগসুবিধা মিস করতে হয়। তাই রাবি কর্তৃপক্ষের দ্রুতই শিক্ষার্থীদের জন্য অফিশিয়াল ইমেইল উন্মুক্তের বিষয়ে নজর দেওয়ার দাবি জানান এই শিক্ষার্থী।

শিক্ষার্থীদের জন্য ইনস্টিটিউশনাল ইমেইল উন্মুক্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ‘ইনস্টিটিউশনাল ইমেইল সুবিধা আমাদের বিশ্ববিদ্যালয়েও রয়েছে। তবে এটি সবার জন্য উন্মুক্ত নয়। থিসিস বা রিসার্চের জন্য কোনো শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ইমেইল প্রয়োজন হলে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে আমরা সুবিধাটি দিয়ে থাকি।’

অফিসিয়াল ইমেইল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি প্রশাসন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর