নারায়ণগঞ্জে ৮০ কোটি টাকার নকল পণ্য জব্দ, মালিকসহ আটক ৭
৪ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮০ কোটি টাকার নকল ইলেকট্রনিক পণ্য এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। ইলেকট্রনিক পণ্য সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাং এবং বিভিন্ন ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ প্রসাধনী তৈরির প্রমাণ পায় র্যাব। এ সময় প্রতিষ্ঠানের মালিকসহ ৭জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএসটিআইয়ের সহায়তায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
আটককৃতরা হলেন— প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেন। শ্রমিক মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলাম।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিকসহ ৭জনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।