রোববার থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে শুনানি
৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০৮
ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। একটি প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ। অপরটি আপিলের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ।
সেই অনুসারে কার্যতালিকাও প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দুটি বেঞ্চের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী রোববার ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে আগামী ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে(রোববার-বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের এক নং কোর্টে নিম্নবর্ণিত বিচারপতিদের সমন্বয়ে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। প্রথম বেঞ্চের বিচারপতিরা হলেন
এক. প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
দুই. বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
তিন.বিচারপতি মো. নূরুজ্জামান
চার. বিচারপতি ওবায়দুল হাসান
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একই সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের দুই নং কোর্টে নিম্নবর্ণিত বিচারপতিদের সমন্বয়ে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। অপর বেঞ্চের বিচারপতিরা হলেন
এক.বিচারপতি মোহাম্মদ ইমান আলী
দুই. বিচারপতি মির্জা হোসেইন হায়দার
তিন.বিচারপতি আবু বকর সিদ্দিকী
চার. বিচারপতি তারিক উল হাকিম
উল্লেখ্য সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে দুই বেঞ্চে দেওয়া হয়েছে। যাদের আজকেই শপথ হয়েছে।