Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণে পাঠাতে সুপারিশ


৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৮

ঢাকা: প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। এছাড়া মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদের প্রয়োজনীয় বিদেশ প্রশিক্ষণে পাঠানোর সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মো. মাহবুব-উল-আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে বলা হয়, মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রদান করলে প্রশিক্ষণে প্রাপ্ত তাদের অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। সাধারণত প্রশিক্ষণ নেওয়ার কিছুদিন পরেই তারা অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যায়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় বিদেশ প্রশিক্ষণে পাঠাতে হবে।

বৈঠকে সামুদ্রিক মৎস্য বিল, ২০২০ এবং ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল, ২০২০ প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন পূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
সভার শুরুতে জাতির পিতা ও তার পরিবারের শহীদদের এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিদেশ প্রশিক্ষণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা সুপারিশ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর