Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজেন্টের সাহেদ-মাসুদ ফের রিমান্ডে


৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৬

ঢাকা: এগারো কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

এ ছাড়া এসময় উত্তরা-পশ্চিম থানার প্রতারণার সাত মামলায় সাহেদকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৭ কোটি ৯০ লাখ টাকা ও করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেন।

ওই ঘটনায় গত ২৫ আগষ্ট উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন।

গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতারর করা হয় সাহেদকে। অপরজনকে ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাহেদের অপকর্মের অন্যতম সহযোগী মাসুদ পারভেজকে গ্রেফতার করে র‌্যাব।

করোনা পরীক্ষা টপ নিউজ নভেল করোনাভাইরাস মাসুদ পারভেজ সাহেদ করিম

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর