Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে


৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২

ঢাকা: পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মধ্যে সূচকের ঊর্ধমুখী ধারা অব্যাহত রয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগের দিনের তুলনায় আর্থিক লেনদেন কিছুটা কমেছে। তবে অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৬৮৯ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ১০৯টির এবং ২৫টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৭ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৫ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ৯৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ১০৮ কোটি টাকা কম।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৫টি প্রতিষ্ঠানের ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৩৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৬৭টির এবং ৩৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ৩২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিএসই দাম পুঁজি বাজার শেয়ার

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর