Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২,১৫৮


৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৫

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। আর একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৯৬৪ জন।

গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৩ হাজার ৮৮০ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট ৯৩টি পরীক্ষাগারে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬১৭টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ২ হাজার ১৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। আর শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ পার্সেন্ট।

 

 

২৪ ঘণ্টা করোনা মৃত্যু

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর