Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ


৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। এর আগে প্রতিদিনকার মতো সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

তারা জানায়, শিমুলিয়া ঘাট থেকে ছোট ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে যাত্রা শুরু করে। পরে চ্যানেলে নাব্যতা সংকটের কারণে পথের মাঝে গিয়ে আবার ঘাটে ফিরে আসে। বর্তমানে শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়েছে এই নৌরুটে। ভোর ৬টায় কলমিলতা ফেরি যাত্রী যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল এরপর চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে।

এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে কিশোরী ফেরি আসছিল সেটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। এরপর বেশকিছুক্ষণ আটকে থাকার পর শিমুলিয়া ঘাটে আসে। নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

টপ নিউজ নাব্যতা শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর