Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির টুইটার হ্যাক করে টাকা দাবি


৩ সেপ্টেম্বর ২০২০ ১০:২৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:১২

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে সিরিজ টুইট করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নাগরিকদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সহায়তাও চাওয়া হয়েছে। খবর রয়টার্স।

ভারতের প্রধানমন্ত্রীর মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। হ্যাকিংয়ের কারণে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অন্যান্য অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে কি না – তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন এবং তরুণ ধনকুবের এলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছিল।

এদিকে, নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্টে আড়াই মিলিয়ন ফলোয়ার সংযুক্ত ছিলেন। তবে ছয় মিলিয়ন ফলোয়ারসহ মোদির অফিসিয়াল অ্যাকাউন্টটি এখনও নিরাপদে রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

অপরদিকে, চলতি বছরে সেলিব্রেটি, রাজনীতিবিদদের অ্যাকাউন্ট লক্ষ করে চালানো হ্যাকারদের সাইবার হামলা সামাল দিতে না পারায় বিশ্বব্যাপী টুইটারের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

অ্যাকাউন্ট হ্যাক ক্রিপ্টোকারেন্সি টুইটার নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর