Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ স্কুলে


৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৬

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না— এ ঘোষণা ছিল আগেই। এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিম্নমাধ্যমিক পর্যায়ের এসব শিক্ষার্থীদের মূল্যায়ন হবে নিজ নিজ বিদ্যালয়ে। আর তার মাধ্যমে তাদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। তবে এই মূল্যায়ন কি বার্ষিক পরীক্ষা নাকি অন্য কোনো পদ্ধতি— তা নির্ধারণ হয়নি এখনো।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট অধিদফতর প্রধানদের এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। এ বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বার্ষিক পরীক্ষা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবশ্য এখনই নেই। কারণ আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। করোনাভাইরাসের সংক্রমণ না কমলে অক্টোবর তো বটেই, নভেম্বর-ডিসেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। আর তা না খুললে বার্ষিক পরীক্ষা নেওয়ার সুযোগও নেই। সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বর শেষে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যদি পুরো অক্টোবর মাসেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, তাহলে নভেম্বরে স্কুল খুললে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষার চিন্তা বাতিল করে বিকল্প কোনো মূল্যায়ন পদ্ধতি বেছে নিতে হবে। তবে অক্টোবরে স্কুল-কলেজ খুলে দেওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে গত ২৭ আগস্ট জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার আগে গত ২৫ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষাও এ বছর হবে না। এদিকে, এ বছরের উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি ও দাখিল পরীক্ষাও ঝুলে আছে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শুরুতে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হলেও এরপর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে থাকে। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে। স্বাভাবিকভাবেই তাই এসএসসি’র পর এ বছর আর কোনো পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের দুই পাবলিক পরীক্ষা এ বছর না হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এর মধ্যেই। এইচএসসি সম্পর্কে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুললে দুই সপ্তাহের মধ্যে এই পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

অষ্টম শ্রেণি জেএসসি জেডিসি নবম শ্রেণিতে উত্তীর্ণ নিম্ন মাধ্যমিক বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন বিদ্যালয়ে মূল্যায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর