Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের জন্য দুটি ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের অনুমোদন


৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৮

ঢাকা: পুলিশ সদস্যদের আবাসন সমস্যা দূর করতে ঢাকা ও চট্টগ্রামের দুইটি ২০ তলা ভবন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুইটি আলাদা প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক রাজারবাগ পুলিশ লাইনস্ ঢাকায় ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের
অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮২ কোটি ৬৩ লাখ ২১ হাজার টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিডেট।

আরেক প্রস্তাবে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২য় পুলিশ লাইনস্ ২০তলা আবাসিক ভবন নির্মাণ কাজে অনুমোদন দেয়া হয়েছে।

এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজটি পেয়েছে বিবিএল এবং ডিইসিএল এর ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ দুই উদ্যোগ বাস্তবায়ন হলে পুলিশের আবাসন সমস্যা কিছুটা লাঘব হবে বলে মনে করে সরকার।

অনুমোদন আবাসিক ভবন পুলিশ ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর