Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটফ্লিকস – এর রাশিয়ান ভার্সন আসছে


২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১

সম্প্রতি মস্কোভিত্তিক ন্যাশনাল মিডিয়া গ্রুপের (এনএমজি) সঙ্গে জোট বেঁধেছে মার্কিন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিকস। এ জোটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে – নেটফ্লিকসের রাশিয়ান ভার্সন দাঁড় করানো। খবর রয়টার্স।

বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জোট বাঁধার খবর নিশ্চিত করেছে রাশিয়ান প্রতিষ্ঠান এনএমজি।

এর আগে, ২০১৫ সাল থেকেই রাশিয়ায় নেটফ্লিকসের আন্তর্জাতিক সংস্করণ রয়েছে। এ দফায় জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইটটিকে আরও স্থানীয়করণের দিকে ঠেলছে নবগঠিত এ জোট।

এদিকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএমজি প্রধান নির্বাহী ওলগা প্লাসকিনা বলেছেন, এ জোট রাশিয়ায় নেটফ্লিকস সেবার পরিচালক হিসেবে কাজ করবে। এছাড়াও, সেবাটি সম্পূর্ণরূপে স্থানীয়করণের কাজ করে যাচ্ছে এনএমজি ও নেটফ্লিক্স রাশিয়া।

তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের ১৯০টিরও বেশি দেশে নিজেদের স্ট্রিমিং সেবা পৌঁছে দিচ্ছে নেটফ্লিকস। এমনকি, করোনাভাইরাস মহামারিতেও নেটফ্লিকসের ব্যবসায় তেমন একটা আঁচ পড়েনি।

করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী লকডাউন শুরু হওয়ার পর, এপ্রিলে দেড় কোটি নতুন গ্রাহক পাওয়ার খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসাব অনুসারে, এক কোটি ৬০ লাখ নতুন গ্রাহক পেয়েছিল নেটফ্লিকস।

নেটফ্লিকস ন্যাশনাল মিডিয়া গ্রুপ (এনএমজি) রাশিয়া

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর