ছেলের সঙ্গে বিরোধ, মারধরে বাবার মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছেলের সঙ্গে বিরোধের জেরে মারধরে আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে।
গত সোমবার (৩১ আগস্ট) রাতে নগরীর ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় এ-আলম গলিতে জনৈক রুবেলের মালিকানাধীন কলোনিতে মারধরের শিকার হন মো. শাহজাহান (৪২) নামে ওই ব্যক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-বন্দর) মো. কামরুল হাসান।
এসি কামরুল সারাবাংলাকে বলেন, ‘শাহজাহান পেশায় একজন দিনমজুর এবং রুবেলের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, রুবেলের নিকটাত্মীয় এক তরুণীর সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে রুবেলের সঙ্গে শাহাজাহানের ছেলের ঝগড়া শুরু হয়। এসময় বাড়িওয়ালা ও তার লোকজন মিলে শাহজাহানকে লাঠি দিয়ে মারধর করেন। আহত অবস্থায় রাতে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বুধবার) ভোরে তিনি মারা গেছেন।’
এদিকে, শাহাজাহানের মৃত্যুর ঘটনায় পুলিশ বুধবার সন্ধ্যায় এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ছেলের সঙ্গে বিরোধ বাবাকে মারধর বাবার মৃত্যু