Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় ৮ শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


২ সেপ্টেম্বর ২০২০ ২১:৫০

সাভার:  আশুলিয়ার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে আট শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ্বালানোর অভিযোগে ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয় বাড়ির মালিকদের।

এলাকাবাসী জানায়, আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকসহ মানুষের ঘনবসতি হওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে নগদ ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। এর ফলে যারা বৈধ গ্যাস ব্যবহার করেন তাদের লাইনে গ্যাস সংকট দেখা দেয়। এরপর সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অভিযান চালায় ওইসব এলাকায়।

বিজ্ঞাপন

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, নতুন করে কেউ অবৈধ গ্যাস সংযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ গ্যাস সংযোগ আশুলিয়া

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর