হাইকোর্টের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ
২ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৬
ঢাকা: হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত দুইজন হলেন বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারাপতি ওবায়দুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দুইজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন।
এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।