Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামরিক সমর্থনেও পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প


২ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি।

জরিপে অংশ নেওয়া মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য টাম্পের পুনঃনির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইন্সস্টিটিউট যৌথভাবে ওই জরিপ পরিচালনা করে। এতে অংশ নেয় এক হাজার ১৮ জন সেনা সদস্য।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে পরিচালিত অপর এক জরিপ থেকে দেখা যায়, সে সময় ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ।

এদিকে, এই জরিপে তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনা সদস্যরা অংশ নিয়েছেন। ফলে, পুরো সামরিক বাহিনীর ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মিলিটারি টাইমস জানিয়েছে।

যদিও, এতোদিন ধরে ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করছিলেন। এছাড়াও, নির্বাচনকে সামনে রেখে তিনি পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও বলেছিলেন।

কিন্তু, পেন্টাগনের নেতৃত্ব নিয়ে বারংবার বিতর্কের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জো বাইডেন ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ রিপাবলিকান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর