চট্টগ্রামে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩
২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন ইনকনট্রেন্ড ডিপোতে গাড়ির গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহতরা হলেন- নেওয়াজ(২৯), মুক্তার (৩৪) ও আরমান (৩০)। এদের একজন একটি প্রাইম মোভারের সহকারী, একজন মিস্ত্রি এবং আরেকজন কনটেইনার ডিপোর কর্মচারী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ সারাবাংলাকে জানান, কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাটের কাছে ডিপোর ভেতরে গ্যারেজে প্রাইম মোভারের ইঞ্জিন পরিষ্কারের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।