Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজেন্ট দুর্নীতি: সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ


২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪০

ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ও হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন। তিনি জানান, এদিন আদালতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ তাদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত ২৬ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগের মামলায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার মামলায় ২৮ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করেন র‌্যাব।

রিজেন্ট সাহেদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর