Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভ্যান্ট গার্ড সিকিউরিটির সাড়ে ৫৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি


১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ০২:৪০

ঢাকা: এভ্যান্ট গার্ড নামের একটি সিকিউরিটি সার্ভিস কোম্পানি ৫৬ লাখ ৪৯ হাজার টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। আর এই অভিযোগে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, এভ্যান্ট গার্ড অ্যালায়েন্স সিকিউরিটি প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নিরাপত্তা সেবা দিয়ে থাকে। তাদের বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল সেন্ট্রাল রোডে অবস্থিত এভ্যান্ট গার্ড প্রতিষ্ঠানের অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে ১১টি চালান বই ও অন্যান্য কাগজপত্র আটক ও যাচাই করে ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

মইনুল খান বলেন, ভ্যাট গোয়েন্দারা সংশ্লিষ্ট ভ্যাট সার্কেলে রক্ষিত কাগজপত্রের সঙ্গে যাচাই করে প্রায় ৫৬ লাখ ৪৯ হাজার টাকার ফাঁকি পান।

অনুসন্ধান অনুযায়ী সিকিউরিটি সার্ভিস কোম্পানিটির অফিস থেকে তিরটি ভুয়া মূসক চালান বই উদ্ধার করা হয়। এসব নকল চালান বইয়ের মাধ্যমে তারা সুদসহ ৪২ লাখ ৯৩ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। অন্যদিকে উদ্ধার করা বাকি আটটি বই যথাযথ পেলেও এর ভেতরের বিভিন্ন সিরিয়ালের চালান মাসিক রিটার্নে প্রদর্শন করা হয়নি।এতে সুদসহ ১৩ লাখ ৫৪ হাজার টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।

এভ্যান্ট গার্ড এভ্যান্ট সিকিউরিটি ভ্যাট গোয়েন্দা ভ্যাট ফাঁকি সিকিউরিটি কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর