Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গার তীর থেকে ৮০টি ডকইয়ার্ড সরিয়ে নেওয়ার নির্দেশ


১ সেপ্টেম্বর ২০২০ ২২:৩২

ঢাকা: বুড়িগঙ্গা নদী তীর থেকে ৮০টি ডকইয়ার্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে যশোরের নওয়াড়পাড়া বন্দরকে আরও বেগবান করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, যশোরের নওয়াপাড়া একটি গুরুত্বপূর্ন নদী বন্দর। এই বন্দরকে আরও গতিশীল করতে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আরও ব্যবহারের উপযোগী করতে সমীক্ষা কার্যক্রম চালিয়ে বন্দর সংলগ্ন নদী খননের নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

প্রকল্প কার্যক্রম এগিয়ে নিতে সব সময় মনিটরিং জোরদারের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন শেষ করা যাবে এমন প্রকল্প হাতে নিতে হবে।’

টপ নিউজ ডক ইয়ার্ড বুড়িগঙ্গা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর