Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুকে হত্যার পর তড়িঘড়ি করে বাংলাদেশকে স্বীকৃতি দেয় চীন’


১ সেপ্টেম্বর ২০২০ ২০:৪১

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পাকিস্তান, চীন ও সৌদি আরব তড়িঘড়ি করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে খুনিদের পুরস্কৃত করেছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর তিনটি সাংগঠনিক ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির বলেন, ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েও পাকিস্তান গত ৪৯ বছরে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। অথচ পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তড়িঘড়ি করে খুনি মোশতাকের সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। পাকিস্তানের মতো চীন এবং সৌদি আরবও একই কাজ করেছিল। এর কারণ ছিল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুরস্কৃত করা এবং তাদের স্বীকৃতি দেওয়া। এই খুনিদের প্রত্যক্ষ ইন্ধনদাতা ছিলেন জিয়াউর রহমান।’

যুদ্ধাপরাধী ও সামরিক শাসকদের দল থেকে আসা কাউকে দলে না ঢোকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা একাত্তরে যুদ্ধাপরাধ করেছিল, যারা পেছনের দরোজা দিয়ে ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্টে বসে দল গঠন করেছিল, তাদের কোনোভাবেই দলে স্থান না দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা তাদের দলে ঢুকিয়েছেন এবং এখনো ঢোকানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।’

নগরীর বাকলিয়ার তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম।

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যথাক্রমে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুছ কোম্পানী, পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ এবং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম।

চীন নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর