Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের মনের ভাষা একমাত্র বোঝে আ.লীগের নেতাকর্মীরাই: রেজাউল


১ সেপ্টেম্বর ২০২০ ২০:০৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ২০:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ্য যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই একমাত্র সাধারণ মানুষের মনের ভাষা বোঝে। কারণ এই দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সারাজীবন সাধারণ মানুষের মনের ভাষা বুঝেই রাজনীতি করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডে ‘এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায় ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিমের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল আরও বলেন, ‘দুঃসময়ে মানুষের পাশে থাকা দলটির নাম আওয়ামী লীগ। এই দলের নেতাকর্মীদের চেয়ে সাধারণ মানুষের মনের ভাষা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বোঝেন না। করোনা মহামারি শুরুর পর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন। নেতাকর্মীরা সবাই সভানেত্রীর নির্দেশ মেনে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই আওয়ামী লীগের রাজনীতি।’

গাজী শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মনজুরুল আলম চৌধুরী, চমেক হাসপাতালের নিউরোসার্জন বিভাগের ডা. কামাল উদ্দিন, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি সামশুল আলম, হাটহাজারী থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী এনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার চৌধুরী বাবুল, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এম রেজাউল করিম ওষুধ ও খাবার বিতরণ চট্টগ্রাম আওয়ামী লীগ ফ্রি চিকিৎসা সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর