আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা বুধবার
১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ২০:১১
ঢাকা: সাংগঠনিক গতিশীলতা আরও জোরদার করতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যেও সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করেছে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভা আহ্বানের তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।