রূপগঞ্জের গাজী পিসিআর ল্যাবে ২৩ হাজার ছাড়াল করোনা পরীক্ষা
১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪২
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ২৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে রয়েছে ঢাকা, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এলাকার মানুষ। শেষ খবর পাওয়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ২৩ হাজার ৭৪টি করোনা পরীক্ষা করা হয়েছে।
র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ।
উল্লেখ্য, শুরুতে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার কোনো পিসিআর ল্যাব ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নিজস্ব অর্থায়নে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার উদ্যোগে রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব’ উদ্বোধন করা হয়।
গত ২৯ এপ্রিল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) যৌথভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।