Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ ৪ দেশে দেড় কোটি করোনা আক্রান্ত


১ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৩

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্তের তালিকায় শীর্ষ চার দেশে (যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া) মোট আক্রান্তের সংখ্যা দেড় কোটির কাছাকাছি। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬২ লাখ ১২ হাজার ১৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে এই সংখ্যা ৩৯ লাখ ১০ হাজার ৯০১ জন। তালিকার তৃতীয়স্থানে উঠে আসা ভারতে মোট করোনা আক্রান্ত ৩৬ লাখ ৯৪ হাজার ৮৭৮ জন। পাশাপাশি, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪৮ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৯৪ জনে। একই সময়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে আট লাখ ৫৫ হাজার ৩৭৭ জনের। এছাড়াও, করোনা থেকে সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৬৭৩ জন।

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে ভারতে বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। দেশটিতে কেবলমাত্র আগস্ট মাসেই ২০ লাখ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তবে, শীর্ষ চার দেশের মধ্যে লাখের ওপরে মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। দেশ দুটিতে যথাক্রমে এক লাখ ৮৭ হাজার ৭৪২ এবং এক লাখ ২১ হাজার ৫১৫ জনের করোনায় মৃত্যু হয়েছে।

অপরদিকে, মৃতের তালিকায়ও তৃতীয়স্থানে উঠে আসা ভারতে সাড়ে ৬৫ হাজার মানুষ করোনায় মারা গেছেন। সে দিক থেকে দেখলে, রাশিয়ায় করোনায় মৃত্যু হার এখনও নিয়ন্ত্রণে দেশটিতে ১৭ হাজার ২৯৯ জনের করোনায় মৃত্যু হয়েছে।

এই প্রতিবেদন লেখা অবধি শীর্ষ চার দেশ ব্যতীত অন্য কোনো দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দশ লাখের কোটা স্পর্শ করেনি।

বিজ্ঞাপন

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর