Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল


১ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৯

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের জন্য এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে নিয়ে জিয়ার কবরে ফুল দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছ, ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুল করীম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

পরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, শাম্মী আখতার ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আবদুল আলীম নকি, যুবদলের মোরতাজুল করীম বাদরু, সুলতানা সালাহউদ্দিন টুকু, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, স্ইাফুল ইসলাম ফিরোজ, ইয়াসীন আলী, মহিলা দলের হেলেন জেরিন খান, কৃষক দলের সৈয়দ মেহেদি আহমেদ রুমি, হাসান জাফির তুহিন, ভিপি ইব্রাহিম, মেহেদী হাসান পলাশ, এম জাহাঙ্গীর আলম, ড্যাবের অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইদ মো জুয়েল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, কাজী মুনির, জাসাসের লিয়াকত আলী, মীর সানাউল হক, আরিফুর রহমান মোল্লা, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদারসহ অন্যরা।

বিজ্ঞাপন

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। এই দলে যুক্ত হন মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ মণ্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ তফসিলি ফেডারেশন।

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ মানুষের অধিকার রাষ্ট্র নির্মাণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর