Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সি আর দত্তের মরদেহে বিএনপির শ্রদ্ধা


১ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৬

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিডিআরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বনানী ডিওএইচএস ২নং রোডের ৪৯নং বাড়ির সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা মরদেহে শ্রদ্ধা জানান বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, বিএনপির নির্বাহী সদস্য সুশীল বড়ুয়া ও চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়ররুল কবির খান।

শ্রদ্ধা নিবেদন শেষে মেজর হাফিজ উদ্দিন আহমেদ মরহুমের ছেলের হাতে দলের শোক বাণী তুলে দেন। এ সময় অপেক্ষমাণ সাংবাদিকের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সিলেটের কানাইঘাট তার নেতৃত্বে শত্রুপক্ষকে পরাস্ত করা হয়। এ রকম অসংখ্য সম্মুখ যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্বরণে রাখবে।’

‘এছাড়া স্বাধীন দেশে আমাদের সেনাবাহিনী গড়ে তুলবার ক্ষত্রে তার অনেক ভূমিকা রয়েছে। সেনাবাহিনীতে তিনি লজিস্টিক বিভাগের প্রধান ছিলেন। এরকম একজন বীর উত্তম মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে’— বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

টপ নিউজ বিএনপি সি আর দত্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর