Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা বিএনপির বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাফাই গায়, ওরা বেহায়া’


১ সেপ্টেম্বর ২০২০ ১০:৩০

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, যারা বিএনপির পক্ষে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাফাই গায় তাদের কি লজ্জা নাই, ঘৃণা নাই। ওরা বেহায়া।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও এতিম-অনাথ শিশুদের মধ্যে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি শাসনামলের দুঃশাসন তুলে ধরে তিনি বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সন্ত্রাস-খুন যখন বন্ধ করতে পারল না তখন ক্লিনহার্ট অপারেশন পরিচালনা করলো। কাদের গ্রেফতার করলেন, খুন করলেন? আওয়ামী লীগের ১২৮ জন নেতাকর্মীকে। আজকে ওরা বলে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, সেই আইন পাস করেছিল জিয়াউর রহমান। এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে কোনো হত্যার বিচার হবে না, বিচার চাওয়া যাবে না, এই আইন পাস করেছিল বিএনপি।’

এস এম কামাল বলেন, ‘আমাদের নেত্রী বিএনপি-জামায়াত সরকারের অপকর্মের বিরুদ্ধে, অন্যায়-অত্যাচার, দুঃশাসনের বিরুদ্ধে ২০০১ সালের পর যখন আবার মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামলেন তখন বিএনপির নীতিনির্ধারক এবং আপনাদের আন্তর্জাতিক মোড়লরা মনে করল তাদের বাজারে পরিণত করা যাবে না, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়া যাবে না। তাই সেই পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া; সেই আইএসআইয়ের পরামর্শে বঙ্গবন্ধুর খুনী নূর আর একাত্তারের পরাজিত শক্তি জামায়াতে ইসলামীর যুদ্ধারপাধী মুজাহিদীরা মিলে হাওয়া ভবনে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে। সেদিন বঙ্গবন্ধু এভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনা হত্যার জন্য ১৩টি গ্রেনেড নিক্ষেপ করে। আল্লাহর কি রহমত, রাখে আল্লাহ মারে কে।’

বিজ্ঞাপন

‘তাই যারা বলে তারেক জিয়া দায়ী না? তারেক জিয়া যদি দায়ী না হয় তাহলে ওইদিন কেন আলামত নষ্ট করা হল? তারেক জিয়া যদি দায়ী না হয় তাহলে পিন্টুর ভাই তাজউদ্দিনকে ভিআইপি লাউঞ্জ দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো’,— প্রশ্ন উত্থাপন করেন এসএম কামাল।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শেখ হাসিনা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করছেন। সেই ক্ষেত্রে আমাদের ভিতর যদি শাহেদরা ঢুকে থাকে, সাবরিনারা লুকিয়ে থাকে এদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার ভাষা বুঝতে হবে, তার চোখের ভাষা আমাদের বুঝতে হবে।’

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হালিম খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ অনেকে।

আওয়ামী লীগ এসএম কামাল হোসেন বিএনপির পক্ষে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর