Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিওভুক্ত হচ্ছে ইবতেদায়ি মাদ্রাসা


৩১ আগস্ট ২০২০ ২০:৫৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ০১:২৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: দেশের ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ইবতেদায়ি শিক্ষকদের মানবিক জীবনযাপনের বিষয়টি নজরে নিয়ে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।

সোমবার (৩১ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে এক ভার্চুয়াল সেমিনারে এ কথা জানান তিনি। ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার ওপরে জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সকলে চাকরির পেছনে দৌঁড়ালে হবে না, উদ্যোক্তাও হতে হবে। সেজন্য আমরা কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। সাধারণ শিক্ষা সিলেবাসে বাধ্যতামুলক একটি কারিগরি ট্রেড যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সাল থেকে এটি কার্যকর করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেই উদ্যোগ খানিকটা পেছাতে হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর