স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
৩১ আগস্ট ২০২০ ২১:০৩
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে এসব বলা হয়।
উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে জনসাধারনের কার্যাবলী বা চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ স্বাস্থ্যবিধি পালনের বিষয় নিশ্চিত করবে। ঘরের বাইরে সব সময় মাস্ক ব্যবহার এবং পারস্পারিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা, উপজেলা প্রশাসন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করবে এবং যেসব ব্যক্তি প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে আদেশে।
আইনানুগ ব্যবস্থা করোনাভাইরাস টপ নিউজ ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি