Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতির পিতার আদর্শ নিয়ে চলো, দেশকে কিছু দিতে পারবে’


৩১ আগস্ট ২০২০ ১৯:৩৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ০২:২৬

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, জাতির পিতা শুধু দিয়েই গেছেন, কিছু নিয়ে যাননি। ছাত্রলীগে বর্তমান যারা নেতৃত্বে এবং আগামীতে যারা নেতৃত্বে আসবে, তাদের এইটুকুই বলব, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, জাতির পিতার আদর্শ বুকে নিয়ে, ছাত্রলীগের মূলমন্ত্র ধারণ করে তোমরা এগিয়ে যাবে। আমি সেটাই চাই। ত্যাগের মধ্য দিয়েই শান্তি, ভোগের মধ্যে না। জাতির পিতার আদর্শ নিয়ে চলো, দেশকে কিছু দিতে পারবে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত হয়ে বক্তব্য দেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আমি শুধু এইটুকু বলব, জাতির পিতা শুধু দিয়েই গেছেন কিছু নিয়ে যাননি। কারণ তাকে হত্যার পর যারা ১৫ আগস্ট শাহাদাৎবরণ করেছে কাউকে কিন্তু কোনো কাফন-দাফন দেওয়া হয়নি। জানাজাও হয়নি। যেহেতু আমার বাবার মরদেহ টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল। সেখানে মাওলানা সাহেব ও আশপাশের চার-পাঁচ জন একটু জোর করেছিল বলে তাকে একটু গোসলের সুযোগ দিয়েছিল। কিন্তু দাফনের কাপড় কেনার জন্য সেখানকার কোনো দোকানও খোলা ছিল না। কারফিউ দেওয়া হয়েছিল।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমার দাদীর নামে একটা হসপিটাল করা হয়েছিল। সেখানে বেশকিছু রিলিফের কাপড় রাখা ছিল। সেখান থেকে কয়েকটা কাপড় নিয়ে এসে আমার বাবাকে দাফন করা হয়েছিল। অর্থাৎ তিনি তার গ্রামের দরিদ্র্য মানুষদের যেটুকু দিতে পারতেন, সেই কাপড় জড়িয়েই কিন্তু তিনি চলে গেছেন। বাংলার মানুষের কাছ থেকে কিছু নিয়ে যাননি, দিয়েই গেছেন। শেষ পর্যন্ত রক্তও দিয়ে গেছেন। আমি এটুকুই বলব, কোনো আত্মত্যাগ বৃথা যায় না। তিনি যে স্বপ্ন দেখেছেন, এদেশের মানুষের জীবনমান উন্নত করার, সেটাই আমার একমাত্র লক্ষ্য। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তার স্বপ্নের সোনার বাংলা যেন গড়তে পারি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তোমাদের মতো তরুণ প্রজন্মের জন্য এই দেশকে গড়ে দিয়ে যেতে চাচ্ছি। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে তোমাদের নতুন প্রজন্মের কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সবদিকে আমরা লক্ষ্য রাখছি। ঠিক জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশটা যেন এগিয়ে যায়- তোমাদের কাছ থেকে আমরা এতটুকুই আশা করছি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ অতিথির বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ কেন্দ্রীয় কমিটির নেতারা। সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।

সভার শুরুতে জাতির সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ছাত্রলীগের প্রকাশনা মাতৃভূমির মোড়ক উন্মোচন করা হয়।

ছাত্রলীগ জাতির পিতা টপ নিউজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর