গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে মানব কঙ্কাল উদ্ধার
৩১ আগস্ট ২০২০ ১৮:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১৯:৩৫
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এটি আগুনে পোড়ানো মানুষের দেহাবশেষ বলে পুলিশের ধারণা। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এই কঙ্কালের খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। কঙ্কালের পোশাকের অংশবিশেষ দেখে প্রায় এক মাস আগে নিখোঁজ হওয়া স্থানীয় কিশোর সোহানের (১৪) মৃতদেহ বলে দাবি করেন সোহানের স্বজনরা।
শ্রীপুর মডেল থানার এসআই মো. মোহাসিন হোসাইন এসব তথ্য জানিয়ে বলেন, সকালে স্থানীয়রা ময়লার স্তূপে মানব কঙ্কাল দেখে থানায় খবর দেয়। মৃতদেহটি পোড়ানো হয়েছিল। কঙ্কাল উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদিও কঙ্কালের পরিচয় নির্দিষ্ট করার জন্য ডিএনএ টেস্ট প্রয়োজন।
তিনি আরও জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহান গত ৩ আগস্ট রাতে নিখোঁজ হয়েছে। কঙ্কালের সঙ্গে থাকা শার্ট-প্যান্টের অংশ দেখে সোহানের স্বজনদের দাবি এ কঙ্কাল সোহানের।