Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১


৩১ আগস্ট ২০২০ ১৮:০৭

নড়াইল: নড়াইলে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী অপু বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অপু বিশ্বাস বেলা ১২টার দিকে শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে মাকে জানায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম তারুণ্য হানড্রেড’ এর সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি ও অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন বলেন, শিশুটিকে এলাকাবাসীর মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা গ্রেফতার করেছি এবং তার বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।

নড়াইল শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর