Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে রাশিয়াও: স্বাস্থ্যমন্ত্রী


৩১ আগস্ট ২০২০ ১৮:০৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১৮:১৮

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘জিটুজি’ বা সরকার থেকে সরকার পদ্ধতিতে বাংলাদেশকে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে চায় রাশিয়া। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, “অক্সফোর্ড গবেষকদের ভ্যাকসিনও আমরা পাবো, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের ‘সেরাম ইনস্টিটিউটে’র সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করা হচ্ছে।” তবে চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে টিকার ট্রায়ালের আবেদন করেনি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রাশিয়া জানতে চেয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতে সরকার অনুমতি দেবে।’ এছাড়া কোভিড-১৯ পরীক্ষার জন্য দু’টি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া কিট দেবে বলেও জানান মন্ত্রী।

করোনাভাইরাস টপ নিউজ ভ্যাকসিন রাশিয়া স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর