সীমিত পরিসরে চলছে ফেরি, শিমুলিয়া ঘাটে আটকা ৩ শতাধিক যানবাহন
৩১ আগস্ট ২০২০ ১৪:১৭
মুন্সীগঞ্জ: পদ্মায় ডুবোচরের কারণে বারবার বিঘ্ন হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিসি। দীর্ঘ সময় চলাচল বন্ধ ও সীমিত পরিসরে ফেরি চলার কারণে শিমুলিয়া ঘাটে আটকা পরেছে ৩ শতাধিক ছোট-বড় যানবাহন।
সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে ১৬টি ফেরির মধ্যে ২টি কে-টাইপ ও ২টি মাঝারি, মোট ৪টি ফেরি চলাচল করছে। যে কারণে সকাল থেকেই ঘাটে ভিড় বাড়তে থাকে যানবাহনের। তাই পদ্মা পারি দিয়ে গন্তব্য পৌঁছাতে ভোগান্তিতে পরতে হচ্ছে দক্ষিণবঙ্গের যাত্রীদের।
বিআইডাব্লিটিসির শিমুলিয়াঘাট এলাকার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানিয়েছেন, সোমবার সকাল থেকে ৪টি ফেরি চলাচল করছে। এছাড়া নদীতে ড্রেজিংয়ের কাজ চলেছে। নৌরুটের চ্যানেল ক্লিয়ার হয়ে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ঘাটে ৩ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।