Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার


৩০ আগস্ট ২০২০ ১৯:১৮

জয়পুরহাট: জেলা মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, চক্রটি জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। আক্কেলপুর উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

আক্কেলপুর চোর পুলিশ মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর