Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


৩০ আগস্ট ২০২০ ১৮:২০

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) মারা গেছে। সে রেললাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিল।

রোববার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড জোয়ার সাহারা বটতলা নামক এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই অজ্ঞাত ব্যক্তি মোবাইলে কথা বলতে বলতে হেঁটে রেললাইন পার হচ্ছিল। এ সময় তিনি কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয় কিছু লোকের কাছ থেকে জানতে পেরেছি ঘটনার সময় কয়েকজন লোক ওই ব্যক্তিকে চিৎকার করে ডাকও দেয়। কিন্তু সে মোবাইলে কথা বলায় আশেপাশের লোকজনের চিৎকার শুনতে পাইনি। নিহত ব্যক্তির মোবাইলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলও সিমটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সেই সিম থেকে নম্বর বের করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ ছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই মহিউদ্দিন।

ট্রেন ধাক্কা মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর