পটিয়ার বাইপাস সড়কে ২ স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
৩০ আগস্ট ২০২০ ১৭:৫৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৮:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মরদেহের অদূরে পড়েছিল দু’টি বাইসাইকেল। নিহত দুই স্কুল শিক্ষার্থীর শরীরে জখমের চিহ্ন দেখে পুলিশের ধারণা, সাইকেল চালিয়ে সড়কে বেড়াতে গিয়েছিল দুই কিশোর। অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কা দিয়ে তাদের প্রাণ কেড়ে নিয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভা এলাকার বাইপাস সড়ক থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সিরাজুল ইসলাম (১৪) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরংগীরি গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। স্থানীয় কুরংগীরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে। নিহত আরেক কিশোর আরমান হোসেন (১২) একই উপজেলার আশিয়া ইউনিয়নের ইলিয়াস হোসেনের ছেলে। সে পটিয়া পৌর সদরের মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। উভয়ের পরিবার পটিয়া পৌরসভা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
হাইওয়ে পুলিশের পটিয়া ক্রসিং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক সারাবাংলাকে বলেন, ‘বাইপাস সড়কের কয়েক কিলোমিটার এলাকা একেবারে নির্জন। আশপাশে জনবসতি নেই। এমন নির্জন এলাকায় সড়কের পাশে দু’জন রক্তাক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয় এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, তাদের মৃত অবস্থায় নেওয়া হয়েছে।’
‘আমরা খবর পেয়ে তাদের লাশ নিজেদের হেফাজতে নিয়েছি। তবে কখন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে বলতে পারছি না। দু’জনের মাথার পেছন দিকটা একেবারে থেঁতলে গেছে। ধারণা করছি, তারা বাইপাস সড়ক দিয়ে সাইকেল চালাচ্ছিল। অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে,’— বলেন ওসি বিমল।
২ স্কুলছাত্রের মৃত্যু অজ্ঞাত গাড়ির ধাক্কা টপ নিউজ বাইসাইকেল সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রের মৃত্যু