শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
৩০ আগস্ট ২০২০ ১৪:৩৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৪:৩৯
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান থেকে স্বাক্ষর দেব (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের বড় ছেলে। শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। রবিবার (৩০ আগস্ট) স্বাক্ষর দেবের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগানে ২নং সেকশনে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ করছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে স্বাক্ষরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ওইদিনই পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক সারাবাংলাকে বলেন, স্বাক্ষর দেবের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে সেভেন আপের বোতলে চেতনানাশক দ্রব্যসহ ইঁদুর মারার ওষুধ মিশ্রিত পানীয় পাওয়া গেছে।